IQNA

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ;

ট্রাম্পের সিদ্ধান্ত ইসরাইল ধ্বংসের সূচনা

9:43 - December 12, 2017
সংবাদ: 2604534
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ জেরুজালেমের উপর গুরুত্বারোপ করে বলেছেন, আঞ্চলিক বিজয়কে চাপিয়ে রাখার জন্য জেরুজালেম ও ফিলিস্তিনির বিষয়টি ফোকাস করা হয়েছে।

ট্রাম্পের সিদ্ধান্ত ইসরাইল ধ্বংসের সূচনা

 

বার্তা সংস্থা ইকনা: লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে দাহিয়েহ অঞ্চলে গতকাল (সোমবার) কুদস সমর্থনে অনুষ্ঠিত এক বিক্ষোভে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি গুরুত্বারোপ করে বলেন: ইনশাআল্লাহ! ফিলিস্তিনিদের ফিলিস্তিনে ফিরে যাওয়ার স্বপ্ন অতি শীঘ্রই বাস্তবে রূপ নেবে।

ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা হওয়া বিষয়টি অতি প্রয়োজনীয় উল্লেখ করে হিজবুল্লাহর মহাসচিব বলেন: ফিলিস্তিনিদের সমর্থন এবং ইসরাইল বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করা অতি জরুরী এবং এই বিষয়টিকে ছোট করে দেখলে হবে না।

সোমবার লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়েহ এলাকা থেকে জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে হাসান নাসরুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতসহ বিশ্বজুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশের কথা উল্লেখ করে এসব বিক্ষোভে অংশ নেয়ার জন্য লোকজনকে ধন্যবাদ জানান। পাশাপাশি যেসব দেশ ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তাদের ভূমিকারও প্রশংসা করেন।

হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ও হোয়াইট হাউজকে সারা বিশ্ব থেকে একঘরে করে ফেলেছেন।

নাসরুল্লাহ বলেন, বায়তুল মুকাদ্দাস ইস্যুতে ট্রাম্প যে অবস্থান নিয়েছেন তার পুরোটাই নেতিবাচক। তিনি যা আশা করেছিলেন তার বিপরীত প্রতিক্রিয়া এসেছে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা থেকে। তিনি ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ সাইবার জগত ও সামাজিক যোগাযোগের মাধ্যমসহ সব জায়গায় অব্যাহত রাখা আহ্বান জানান।

তিনি বলেন: ট্রাম্পের এই সিদ্ধান্ত ইসরাইল ধ্বংসের সূচনা। জেরুজালেম সর্বদা ফিলিস্তিনের রাজধানী এবং এই বিষয়টি কখনোই উপেক্ষা করবে না। আমরা সর্বদা ফিলিস্তিনের সাথে আছি এবং থাকবো।

iqna

 

 

 

 

captcha