IQNA

মিশরে একসঙ্গে ১৫ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর

22:02 - December 27, 2017
সংবাদ: 2604656
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের অভ্যন্তরীণ প্রিজন বিভাগের মন্ত্রণালয় সেদেশের উত্তরাঞ্চলীয় সিনাই প্রদেশ ১৫ জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

মিশরে একসঙ্গে ১৫ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর

 

বার্তা সংস্থা ইকনা: নাম প্রকাশে অনিচ্ছুক মিশরীয় এক কর্মকর্তা জানিয়েছেন, এসকল সন্ত্রাসীর ফাঁসি গতকাল ভোরে আলেকজান্দ্রিয়া প্রদেশের বুর্জ আল আরব কারাগার এবং বুহাইরা প্রদেশের ওয়াদি আল নুত্ররুন কারাগারে কার্যকর হয়েছে।

আসামীদের পক্ষে নিয়োগকৃত উকিল খালেদ মিশরি বলেন: অশান্ত সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর উপর হামলার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১৩ সালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ওই হামলায় ৯ সেনা সদস্য নিহত হন। নিহতদের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

মিশরীয় ইসমাইলি সামরিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৫ সালের জুনে সেনা আদালত ওই ১৫ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয়। গত ১৩ নভেম্বর সর্বোচ্চ আদালত সেই রায় বহাল রাখে। এরপরই তাদের ফাঁসি কার্যকরের তোড়জোড় শুরু হয়।

দণ্ডিতদের সবাই জঙ্গিগোষ্ঠী আইএসের  সদস্য বলে জানা গেছে। তবে আইএস থেকে তাদের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। গত সপ্তাহে উত্তর সিনাইয়ের বিমানবন্দরে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে লক্ষ্য করে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল হামলা চালায় ইসলামিক স্টেটের বিদ্রোহীরা। তবে এতে দুই মন্ত্রীর কোনো ক্ষতি হয়নি।

iqna

 

 

 

captcha