IQNA

ইমাম মাহদীর দোয়ার বরকতে শেখ সাদুকের জন্ম

0:21 - May 08, 2018
1
সংবাদ: 2605707
শেষ সাদুকের পিতার কোন সন্তান হত না, তিনি হুসাইন ইবনে রুহের মাধ্যমে ইমামের কাছে সন্তান হওয়ার জন্য চিঠি লিখে পাঠান। ইমাম চিঠি পেয়ে তার জন্য দোয়া করেন এবং শেষ সাদুকের জন্ম হয়।

 

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী(আ.) অন্তর্ধানে থেকেও মানুষের উপকার করে যাচ্ছেন কেউ যদি একটু সচেতন হয়ে চলতে পারে তাহলে সে ইমামের সেই দোয় ও নির্দেশনা থেকে উপকৃত হতে পারে।

সূরা নিসার ৬৯ নং আয়াতে এ সম্পর্কে বর্ণিত হয়েছে: «وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا؛ যারা আল্লাহ ও রাসুলের আনুগত্য করবে,(শেষ বিচারের দিন) আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন সে তাদের সঙ্গী হবে, তারা হলেন নবী , সত্যবাদী, শহীদ ও সৎকর্মশীলগণ। আর তারা সঙ্গী হিসেবে কতই না উত্তম।

দুনিয়া ও আখেরাতে ভালো মানুষের সান্নিধ্য লাভের জন্যে আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করা জরুরী ৷

সততা ও ঈমান এ দুটো গুনকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে প্রধান শর্ত হিসেবে গ্রহণ করা উচিত ৷

ইমাম মাহদী(আ.) আমাদেরকে ভালবাসেন, আমরাও যদি সঠিকভাবে তাকে ভালবাসত পারি তাহলে তিনি আমাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করবেন।

যেভাবে তিনি শেষ সাদুকের বাবার অনুরোধ রক্ষা করে তার জন্য দোয়া করেন এবং সেই দোয়ার বরকতে এমন একজন মহান ব্যক্তি পৃথিবীর বুকে আগমন করেন।

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
ilhynmdx
0
0
20
captcha