IQNA

প্রেসিডেন্ট রুহানি:

আমরা তেল বিক্রি করবো/ আমেরিকার শক্তির চেয়ে তর্জন-গর্জন বেশি

19:42 - May 01, 2019
সংবাদ: 2608455
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকার যেভাবে হুমকির ভাষায় কথা বলে তার প্রকৃত শক্তি ততটা নয়।

বার্তা সংস্থা ইকনা: ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে আজ (বুধবার) এক অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রেসিডেন্ট রুহানি একথা বলেছেন। তিনি বলেন, “মার্কিন কর্মকর্তাদের বাগাড়ম্বরপূর্ণ হুমকির সঙ্গে তাদের প্রকৃত শক্তি মোটেই সঙ্গতিপূর্ণ নয়। এদের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের তর্জন-গর্জনের সঙ্গে শক্তির কোনো মিল নেই।”
প্রেসিডেন্ট রুহানি বলেন, “আমরা এই অঞ্চল চিনি এবং ইরানি জনগণের শক্তি সম্পর্কে তাদের চেয়ে আমরাই বেশি জানি। মার্কিনিরা যা ধারণ করে তার চেয়ে ইরানি জনগণের ত্যাগ ও শক্তি অনেক বেশি।”

ড. রুহানি আরো বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তেল রপ্তানি অব্যাহত রাখবে। ইরান কারো সঙ্গে শত্রুতা করে না তবে কেউ ষড়যন্ত্র করলে তেহরান চুপচাপ বসে থাকবে না বলেও মন্তব্য করেন ড. হাসান রুহানি।  iqna

 

captcha