IQNA

সৌদি বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

23:39 - June 12, 2019
সংবাদ: 2608717
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা বিমানবন্দরে ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনারা ক্ষেপণাস্ত্র চালিয়েছে বলে সৌদি জোট নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা ইকনা: আজ (বুধবার) প্রকাশিত এক বিবৃতিতে জোটের মুখপাত্র তুকরি আল-মালিকি বলেছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের অ্যারাইভাল হলে আঘাত হানে। এতে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান, ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্ন দেশের অন্তত ২৬ নাগরিক আহত হয়েছে।

মালিকি বলেন, হামলায় কী ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, এই হামলার কঠোর জবাব দেয়া হবে।

এর আগে, ইয়েমেনের একটি সামরিক সূত্র আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন, ইয়েমেনের সেনারা ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছে। হামলার পর সেখানে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। ইয়েমেনি সামরিক বাহিনী বলেছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সরসারি বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে আঘাত হানে এবং সেটি অকার্যকর হয়ে পড়েছে। iqna

captcha