IQNA

নির্দোষ দাবি করল ক্রাইস্টচার্চের জঙ্গি

15:18 - June 14, 2019
সংবাদ: 2608726
আন্তর্জাতিক ডেস্ক: গত মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জঙ্গি হামলার প্রধান আসামি আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেছে। নিউজিল্যান্ডের ইতিহাসে ভয়ংকরতম ওই ঘটনার মূল হোতা ব্রেনটন ট্যারান্টকে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যাচেষ্টা ও জঙ্গিকাণ্ডের জন্য অভিযুক্ত করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: গণমাধ্যম বিবিসি আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২৯ বছর বয়সী ব্রেনটনকে নির্দোষ দাবি করে তার লিখিত বক্তব্যটি পড়ে শোনান আসামির আইনজীবী। বিবিসি জানায়, কারাগার সূত্রে পাওয়া এক ভিডিওতে দেখা গেছে, এ সময় নিশ্চুপ বসেছিল ব্রেনটন। গত ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের ওপর বন্দুক হামলা চালায় জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেনটন।

নিউজিল্যান্ডে এই প্রথম কারো বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ আনা হলো। আসামির বক্তব্য শুনানির দিন আদালতে উপস্থিত ছিলেন ক্রাইস্টচার্চ হামলায় নিহত ও বেঁচে যাওয়াদের পরিবার ও স্বজনরা। আসামির আইনজীবী শেইন টেইট যখন ব্রেটনকে নির্দোষ দাবি করে বক্তব্য পড়ছিলেন, তখন উপস্থিত অনেকের চোখে-মুখে হতাশা প্রকাশ পায়। চোখে পানি দেখা যায় কারো কারো।

নিউজিল্যান্ড হাইকোর্টের বিচারক ক্যামেরন ম্যান্ডার জানান, আগামী বছরের ৪ মে মামলার রায় ঘোষণা করা হবে। তিনি আরো জানান, আগামী ১৬ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তত দিন পর্যন্ত আসামিকে রিমান্ডে রাখা হবে।  এর আগে গত এপ্রিলে ব্রেনটনকে আদালতে আনা হয়েছিল। সে সময় বিচারক আসামি বিচারকার্যে অংশ নেওয়ার মতো মানসিকভাবে সুস্থ কি না, তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন।

আজ শুক্রবার বিচারক ম্যানডার বলেন, ‘বিবাদীর আদালতে হাজির হওয়া, আত্মপক্ষ সমর্থন করা কিংবা মামলায় যুক্ত থাকার ক্ষেত্রে প্রতিবন্ধক হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বিবাদীর সুস্থতা পরীক্ষা নিয়ে কোনো শুনানি আবশ্যক নয়।’  iqna

captcha