IQNA

জার্মানে পবিত্র কুরআনের অবমাননা/ সরকারের তীব্র নিন্দা

8:32 - June 15, 2019
সংবাদ: 2608734
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের ব্রেমান শহরের একটি মসজিদে কতিপয় দুর্বৃত্তরা পবিত্র কুরআনের অবমাননা করেছে। পবিত্র কুরআনের অবমাননার প্রতিবাদ জানিয়ে জার্মানের সরকার তীব্র নিন্দা জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মার্কেলের মুখপাত্র স্টিফেন জাবার্ট এক বিবৃতিতে বলেন: ব্রমান শহরের “আর-রহমাত” মসজিদে অজ্ঞাতরা প্রবেশ করে পবিত্র কুরআনের ৫০টি পাণ্ডুলিপি ছিরে এই পবিত্র গ্রন্থের অবমাননা করেছে। দুর্বৃত্তরা এই সুপরিকল্পিত কাজের মাধ্যমে ইসলাম ধর্মের বিশ্বাস ও পবিত্র চিহ্নসমূহকে অবমাননা করেছে।

তিনি গুরুত্বারোপ করে বলেন: জার্মানের সরকার মোটেও এধরণের কাজ সহ্য করবে না।

এদিকে জার্মানের পুলিশ সেদেশের ব্রেমান শহরের নাগরিকদের নিকট এই মসজিদে কে বা করা হামলা চালিয়েছে, সে ব্যাপারে যদি কেউ কোন কিছু জেনে থাকে তাহলে থানায় খবর দেয়ার জন্য আহ্বান জানিয়েছে।

জার্মানের মুসলিম কাউন্সিলের চেয়ারম্যান ইমান মাজিক এর পূর্বে ইসলাম বিদ্বেষীদের এই কাজের তীব্র নিন্দা জনায়ে বিবৃতি পেশ করেছেন। এই বিবৃতিতে তিনি এই ঘটনার সাথে জড়িত সকলকে উপযুক্ত শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য যে, অজ্ঞাত ব্যক্তিরা ৮ম জুনে জার্মানের দক্ষিণাঞ্চলীয় ব্রেমান শহরের “আর-রহমাত” মসজিদে হামলা চালিয়েছে। ইসলাম বিদ্বেষীরা মসজিদে হামলা চালিয়েছে পবিত্র কুরআনের ৫০টি পাণ্ডুলিপি ছিরে এই পবিত্র গ্রন্থের অবমাননা করেছে। এছাড়াও ৯ম জুনে ক্যাসেল শহরের কেন্দ্রীয় মসজিদে অজ্ঞাতরা হামলা চালিয়েছে। ইসলাম বিদ্বেষীরা এই মসজিদের হামলা চালিয়ে মসজিদের দরজা ও জানালার কাচ ভেঙ্গেছে।  iqna

 

 

captcha