IQNA

ফ্রান্সে তিনটি মসজিদের অবমাননা

0:02 - November 09, 2021
সংবাদ: 3470942
তেহরান (ইকনা): ফ্রান্সে তিনটি মসজিদ ইসলামোফোবিক হামলার শিকার হয়েছে। মন্টেবন, পন্টালিয়ের ও রোবেইক্স শহরে এই হামলার ঘটনা ঘটে। 

শনিবার (৬ নভেম্বর) এই তিন শহরের তিনটি মসজিদে সিরিজ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মসজিদের দেয়ালে ইসলাম বিদ্বেষী কথাবার্তা লিখে দিয়েছে। ফ্রান্সে এই মসজিদগুলো পরিচালনা করে টার্কিশ-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স (ডিআইটিআইবি)। ডেইলি সাবাহ’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
 
ডিআইটিআইবি এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের মসজিদে এই ঘৃণ্য হামলার নিন্দা জানাই আমরা। মসজিদগুলোর প্রয়োজনীয় সংস্কার ইতোমধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছে তারা। বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী এবং ফ্রান্সের কর্তৃপক্ষের সহযোগিতা এবং ফরাসি জনগণের সমর্থনের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরা দেশের শান্তি এবং একসঙ্গে বসবাসের চেতনাকে ক্ষতিগ্রস্ত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানাই এবং আমরা আপনাদের এই ধরনের উস্কানিমূলক ঘটনার বিরুদ্ধে বিচক্ষণ হওয়ার আহ্বান জানাই।
 
সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে মুসলিম বিদ্বেষ অনেকটাই বেড়েছে। চরম ডানপন্থী উগ্রবাদ এবং জেনোফোবিয়ার কারণে পশ্চিমা দেশগুলোতে ইসলামোফোবিয়া বেড়েছে। নিজেদের এমন মতাদর্শের পক্ষে সাফাই গাইতে আইএস ও আল-কায়েদার হামলা এবং অভিবাসী সংকটকে যুক্তি হিসেবে দাঁড় করাচ্ছে তারা।
 
ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সেই সবচেয়ে বেশি মুসলমান বাস করে। ৬ কোটি ৭০ জনসংখ্যার দেশটিতে ৫০ লাখ মুসলিমের বাস। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইসলাম বিদ্বেষী মনোভাব ছড়াচ্ছেন। আগামী বছর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন, এ জন্য মুসলিম বিদ্বেষ দিয়ে সুবিধা পেতে চাইছে চরম ডানপন্থী দলগুলো।  iqna
captcha