IQNA

আল-আকসার খতিবকে মক্কায় উষ্ণ অভ্যর্থনা

0:02 - September 07, 2022
সংবাদ: 3472418
তেহরান (ইকনা): পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় গিয়েছেন ফিলিস্তিনের আল-আকসা মসজিদের খতিব শায়খ ইকরামা সাবরি। এ সময় মক্কায় ড. ফাহাদ আল-মুতানি আল-হুজালির আমন্ত্রণে হুজাইল প্রত্নতাত্ত্বিক মিউজিয়ামে তাঁকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়।
রবিবার (৪ সেপ্টেম্বর) বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কবিতা আবৃত্তি করে তাঁকে অভ্যর্থনা দেওয়ার ভিডিও ভাইরাল হয়। ইসরাইলে বাহিনীর মুহুর্মুহু অভিযানের মুখে আল-আকসা মসজিদে দৃঢ় অবস্থানের জন্য সারা বিশ্বে প্রশংসিত শায়খ ইকরামা সারবি।
 
তাকে অভ্যর্থনা দেওয়ার ভিডিও শেয়ার হয় অনেক। তাতে প্রশংসা করেন সবাই। এক টুইট বার্তায় বলা হয়, ‘মক্কা ভ্রমণকালে সেখানকার ভাইয়েরা মসজিদুল আকসার খতিব শায়খ ইকরামা সাবরিকে অভ্যর্থনা জানিয়েছেন। ফিলিস্তিন, আল-কুদস ও আল-আকসার সহযোগিতায় সৌদি সন্তানদের এটাই প্রকৃত পরিচয়। ’
আরেক টুইট বার্তায় বলা হয়, ‘শায়খ ইকরামা সাবরিকে অভ্যর্থনার মাধ্যমে আল-আকসার প্রতি সৌদি নাগরিকদের প্রকৃত ভালোবাসা ফুটে উঠেছে। ’
 
অভ্যর্থনায় অংশ নিতে পেরে নিজের আনন্দের কথা জানান কুয়েতের আনওয়ার বিন আলী। এদিকে কাতারের আবদুল্লাহ আল মুল্লা এক টুইট বার্তায় বলেন, ‘এ দৃশ্য ফিলিস্তিনের ন্যায্য ইস্যুতে আল-হারামাইন রাজ্যের সমর্থনের প্রমাণ বহন করে। ’
 
দীর্ঘদিন পর্যন্ত মসজিদুল আকসার খতিব শায়খ ইকরামা সাবরির ফিলিস্তিনের বাইরে ভ্রমণে বিধি-নিষেধ জারি করে ইসরায়েল কর্তৃপক্ষ। তা ছাড়া আল-আকসা মসজিদে প্রবেশে একাধিকবার তাঁকে বাধা দেওয়া হয়। তা তুলে নেওয়ার পরই তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় গমন করেন। এ সময় আল-আকসার খতিব ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলের সুরক্ষা নিশ্চিতে অকুণ্ঠ সমর্থন রাখায় জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান।  
 
শায়খ ইকরামা সাবরি দীর্ঘদিন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি ছিলেন। প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত কর্তৃক মনোনীত হয়ে তিনি ১৯৯৪-২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন ও দখলদারির বিরুদ্ধে প্রতিবাদ ও সোচ্চার ভূমিকা রাখায় তিনি ফিলিস্তিনিদের কাছে খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব।

 

captcha