IQNA

মক্কা-মদিনায় ইতিকাফ করতে চাইলে যা করণীয়

2:56 - March 17, 2024
1
সংবাদ: 3475245
ইকনা: পবিত্র রমজান মাসের শেষ দশকে মক্কা ও মদিনায় অবস্থিত মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ইতিকাফ করা যায়। তবে ইতিকাফের জন্য নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নিবন্ধন করতে হবে। গত ১৩ মার্চ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পবিত্র দুই মসজিদের জেনারেল অথরিটি বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ মার্চ থেকে পবিত্র মসজিদুল হারামে অনলাইনে ইতিকাফের নিবন্ধন কার্যক্রম শুরু হবে।


ইতিকাফ করতে আগ্রহীদের নির্ধারিত ওয়েবসাইটে (https://eservices.gph.gov.sa/Permessions/) আবেদন করতে বলা হয়। নিবন্ধনের শর্তাবলির মধ্যে রয়েছে— ইতিকাফকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হওয়ার পাশাপাশি পবিত্র মসজিদের নিয়ম-নীতি পালন করতে হবে এবং রমজানের ২০তম দিনের নির্ধারিত সময়ে মসজিদে প্রবেশ করতে হবে।
এর আগে গত বছর মসজিদুল হারামে আড়াই হাজার মুসল্লি ইতিকাফ করেছিল। করোনা মহামারির পর ২০২২ সাল থেকে মক্কা-মদিনার এই দুই মসজিদে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ইতিকাফ করার নিয়ম চালু হয়।


আগামী ৩০ মার্চ সন্ধ্যা থেকে এবারের রমজানের ইতিকাফ শুরু হবে।
ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা। ইসলামী শরিয়তের পরিভাষায় তা হলো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জাগতিক কাজকর্ম ও পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বিশেষ সময়ে ও বিশেষ নিয়মে নিজেকে ব্যস্ত রাখা। রমজানের শেষ দশকে ইতিকাফ পালন করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া।


প্রতিবছর ইতিকাফ করতে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা ইসলামের কেন্দ্রস্থল মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে সমবেতন হন। পবিত্র রমজান মাস ওমরাহর মৌসুম হিসেবে পরিচিত। এ সময় বিশ্বের নানা দেশ থেকে মুসলিমরা ওমরাহ করতে সৌদি আরবে গমন করেন। গত বছর এক কোটি ৩০ লাখ ৫৫ হাজারের বেশি মুসলিম ওমরাহ পালন করেন। এ বছর দুই কোটিরও বেশি ওমরাহযাত্রীর আশা করছে সৌদি আরব।


সূত্র : হারামাইন ওয়েবসাইট

ট্যাগ্সসমূহ: রমজান ، সৌদি আরব ، ইকনা ، ইফতার
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Alamin khan
0
0
ইতেকাফের জন্য প্রদত্ত লিংকে প্রবেশ করা যাচ্ছে কেন?
কিভাবে আবেদন করব?
captcha