IQNA

মালয়েশিয়ায় বৃদ্ধি পেল ইসলামী বাজেট

18:40 - October 13, 2019
সংবাদ: 2609429
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া ইসলামিক উন্নয়ন সংস্থা (জাকিম) ২০২০ সালের বাজেটে ইসলামী বাজেট বৃদ্ধি পাওয়ায় স্বাগত জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মালয়েশিয়ার ইসলামিক উন্নয়ন সংস্থার মহাব্যবস্থাপক মুহাম্মাদ নুরুদ্দিন ইব্রাহিম এ ব্যাপারে বলেন: ইসলামিক বিষয়সমূহ পরিচালনার জন্য পূর্ববর্তী বছরের তুলনায় এই বছরের বাজেট বৃদ্ধি করা হয়েছে।
চলতি বছরে এই বাজের ১.২ বিলিয়ন রিংগিত এবং ২০২০ সালে এই বাজের বৃদ্ধি করে ১.৩ বিলিয়ন রিংগিতে উন্নতি করা হয়েছে।
তিনি আরও বলেন: খুশির খবর হল: জাকিম সংস্থার আওতাধীন “রহমাত আল-আলামিন” প্রকল্পটি শক্তিশালী করার জন্য ১ কোটি রিংগিত বরাদ্দ করা হয়েছে।
মুহাম্মাদ নুরুদ্দিন ধর্মীয় স্কুল, কুরআনিক প্রতিষ্ঠান এবং শিক্ষকদের জন্য বরাদ্দকৃত তহবিলের জন্য সন্তোষ প্রকাশ করেছেন।  iqna

 

captcha