ইকনা- এক সময় কাবা শরিফের গায়ে কালো গিলাফ বা কিসওয়া ছিল না। তবে গিলাফ ছাড়া— এমন দৃশ্য খুব কম মানুষই দেখেছেন। ১৯৪০ সালে তোলা একটি বিরল ছবিতে কাবা শরিফকে কিসওয়া ছাড়া দেখা যায়, যেখানে স্পষ্ট হয়ে উঠেছে এর লাল ইটের বাইরের গাঁথুনি। অনেক বছর পর প্রকাশ্যে আসা এই ছবিটি ইসলামের পবিত্রতম স্থাপনাকে নতুন এক ঐতিহাসিক দৃষ্টিতে দেখার সুযোগ করে দিয়েছে।
12:11 , 2025 Dec 24