IQNA

ISESCO ঘোষণা করেছে;

২০১৯ সাল ইসলামী বিশ্বের হেরিটেজ বছর

22:37 - January 01, 2019
সংবাদ: 2607663
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক শিক্ষাগত বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংগঠন ISESCO ২০১৯ সালকে ইসলামী বিশ্বের হেরিটেজ বছর হিসেবে ঘোষণা করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইসলামিক শিক্ষাগত বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংগঠন ISESCO এক বিবৃতিতে ২০১৯ সালকে ইসলামী বিশ্বের হেরিটেজ বছর হিসেবে ঘোষণা করে নিজেদের সদস্যদের নিকটে এই হেরিটেজ বছর সফল ভাবে উদযাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।
এই বিবৃতিতে জাতির পরিচয় সংরক্ষণ ও সুরক্ষার জন্য সাংস্কৃতিক ঐতিহ্য ও সভ্যতাকে তার সমস্ত উপাদান এবং আধ্যাত্মিক অভিব্যক্তির উপর গুরুত্বারোপ করেছে।
এই বিবৃতিতে ISESCO ইসলামী বিশ্বের পণ্ডিত, বুদ্ধিজীবী, বিজ্ঞানী, লেখক, কবি, শিল্পী, স্থপতি এবং প্রত্নতত্ত্ববিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ইসলামী বিশ্বের ইতিহাসের মৌলিকত্ব, স্বতন্ত্র সাংস্কৃতিক ও শৈল্পিক ঐতিহ্য প্রতি জোর দিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইসলামী সভ্যতার পরিচয়ের মৌলিক রহস্য হচ্ছে ইসলামী বিশ্বের সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং এর মাধ্যমে ইসলামী সাংস্কৃতিকে বিস্তৃত ঘটবে।
iqna

 

captcha