IQNA

ফিলিপাইনে জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু

15:04 - January 28, 2019
সংবাদ: 2607804
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলাস্থ ইরানী কালচারাল অ্যাটাশের সহযোগিতায় জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২৭শে জানুয়ারি ফিলিপাইনের ১৭টি শহরের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কুরআন প্রতিযোগিতার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলিপাইনের মুসলিম বিষয়ক কমিশনের মহিলা কমিশনার ডালিসান ম্যাকাডাভ্যান, আঞ্চলিক কার্যক্রমের প্রধান আবু বাকর সালসালুনাল, এই কমিশনের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালক হ্যারিজা নুল, ফিলিপাইনের সংসদ প্রতিনিধি অরনাল সারাফিকা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার পূর্বে ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়। প্রতিযোগিতার প্রাথমিক পর্ব থেকে শীর্ষ স্থানে উত্তীর্ণ ১২ জন নারী ও পুরুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিবেদন অনুযায়ী, জাতীয় কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পুরুষ বিভাগে আবুল ওয়াহেদ কানা, মুহাম্মাদ কানা, হামিদিন আবিহ, আনির দ্বীন হাজী নুর, আব্দুন নাসের আসকারি এবং ওমর গিয়ামলুদ অংশগ্রহণ করেছেন।iqna


captcha