IQNA

আফগানিস্তানে মাইন বিস্ফোরণে ৩৪ যাত্রী নিহত

13:24 - July 31, 2019
সংবাদ: 2608995
আফগানিস্তানে পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজকের বিস্ফোরণে হতাহতের ঘটনা খুবই কষ্টদায়ক। কারণ এতে মূলতঃ শিশু ও নারীরাই প্রাণ হারিয়েছে।তারা আরও বলেছেন, বোমাটি রাস্তায় পেতে রাখা ছিল। যাত্রীবাহী বাসটি ওই পথ দিয়ে যাওয়ার সময় বোমাটিতে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তাতে বিস্ফোরণ ঘটে।

ফারাহ প্রদেশের মুখপাত্র মুহিব্বুল্লাহ মুহিব বলেছেন, কান্দাহার-হেরাত হাইওয়েতে তালেবানের পেতে রাখা বোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটেছে। এতে আরও অন্তত ১৭ জন আহত হয়েছে। তিনি দাবি করেন, আফগান ও বিদেশি সেনাদের হত্যার উদ্দেশ্যে তালেবান সদস্যরা বোমাটি রাস্তায় পেতে রেখেছিল।

তবে এখন পর্যন্ত তালেবান ওই হামলার দায় স্বীকার করেনি। অবশ্য আফগানিস্তানে এ ধরনের হামলার পেছনে সাধারণত তালেবান জড়িত থাকে। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার অজুহাতে আমেরিকা বহু বছর ধরে সেখানে সেনা মোতায়েন রাখলেও এখন পর্যন্ত দেশটিতে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসেনি।  iqna

captcha